আমরা শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই, বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে, গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় দেলোয়ার হোসেন দম্পত্তির মৌমিতা ফ্লাওয়ার্স ফুল সবজির বাগান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘শিক্ষার্থীরা শুধু চাকরি খুঁজবে না। তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হতে শেখানো হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও চান শিক্ষার্থীদের উদ্যোক্তা বানাতে।’
এসময় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা নির্বাহী অফিসার তসমিলা মোস্তারি উপস্থিত ছিলেন। ডা. দীপু মনি দেলোয়ার দম্পতির টিউলিপ, বিদেশি গোলাপ ফুল, ক্যাপসিকাম, স্ট্রবেরি বাগানসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।