মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে মনোয়ন পত্র জমা দিয়েছেন ৫ মেয়র প্রার্থী।
মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে মোট ৫ জন, কাউন্সিলর পদে ৩২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মেয়র প্রার্থীরা হলেন আবু নাঈম মোঃ বাশার (আওয়ামী লীগ), বর্তমান মেয়র অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম ভুইয়া জয় (বিএনপি), আবু বকর সিদ্দিক (জাতীয় পার্টি), মোঃ আব্বাস আলী (স্বতন্ত্র ) ও মোঃ জাহাবুল হোসেন (স্বতন্ত্র )।
মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি সিংগাইর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই। মনোনয়ন পত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি।
সিংগাইর পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৫৬৫ জন ও পুরুষ ভোটার ১১ হাজার ১২০ জন।