মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করেছেন দেশটির নাগরিকরা।
গতকাল মঙ্গলবার ঘরের বারান্দা থেকে হাড়ি ও বাসন বাজিয়ে এবং সড়কে গাড়ির হর্ন বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা।
দেশটির স্বাস্থ্যকর্মীরা অভ্যুত্থানের প্রতিবাদে ধর্মঘটের পরিকল্পনা করছেন বলে জানিয়েছে বিবিসি। এছাড়া সেনাবাহিনীর নির্দেশ না মানার আহ্বান জানিয়েছেন সমাজকর্মীরা।
এদিকে, থাইল্যান্ডে জাতিসংঘের কার্যালয়ের সামনে এবং অস্ট্রেলিয়ার সিডনীতে বিক্ষোভ করেছেন দেশটিতে বসবাসরত মিয়ানমারের নাগরিকরা।
সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে ব্যাপক ধরপাকড় চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দেশটিতে অনলাইন এক্টিভিস্ট এবং স্থানীয় নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলেও জানা গেছে।