করোনা মহামারিতে আমদানি বন্ধ থাকায় ভেজাল মদের উৎপাদন বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কিছু অসাধু ব্যবসায়ী এ অপকর্মে লিপ্ত। তবে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল। তবে, ভেজাল মদ তৈরিতে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজা কনকর্ডে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা জানান মন্ত্রী।
এ সময় বাংলাদেশকে নিয়ে আল জাজিরার প্রচারিত প্রতিবেদনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আল জাজিরা বিশেষ উদ্দেশ্যে সাংবাদিকতার নীতি বহির্ভূত প্রতিবেদন প্রচার করেছে।’ প্রতিবেশী দেশ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানকে তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে মন্ত্রী জানান, ‘সীমান্ত দিয়ে কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।’