টাইগার টেস্ট সিরিজের স্কোয়াডে ৫ জন পেসার থাকলেও চুড়ান্ত একাদশে মাত্র একজন পেসার নিয়েই খেলছে বাংলাদেশ।
স্কোয়াডে পাঁচ পেসার আর একাদশে নেয়া হল মোটে একজন। সাগরিকায় জবাব দিলেন আকরাম খান। টেস্ট চ্যাম্পেয়নশিপের পয়েন্ট বাগাতে কোন ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। এতে আবারো সেই স্পিন অ্যাটাকই ভরসা বাংলাদেশের।
পেস অ্যাটাকে যে দল যত বেশি শক্তিশালী ক্রিকেটের এলিট ফরম্যাটে তাদের দাপটটাও ততই। দুই দশক পার করেও এই একটা জায়গায় উন্নতি করতে পারেনি বাংলাদেশ। পরিকল্পনাতেই সীমাবদ্ধ টাইগার ম্যানেজমেন্ট।
উইন্ডিজদের বিপক্ষে স্কোয়াডে পাঁচ পেসার, ঘরের মাঠে এবার বুঝি থাকবে পেস বোলারদের আগ্রাসন। সে পথে আর হাঁটলো কই বিসিবি। চট্টগ্রাম টেস্টের একাদশে যে একজন পেসার। বোর্ডের যুক্তি হোম অ্যাডভান্টেজ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট যোগ করা। তাই বলে রাহীকে বসিয়ে মুস্তাফিজকে খেলানো?
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, আমার অভিজ্ঞতায় বলে উইকেট দেখে দলের জন্য যেটা ভালো মনে করেছে সেটাই করা হয়েছে। মুস্তাফিজ যেহেতু কাটার করে তাই তাকে দলে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্ট এটাকে সহায়ক হিসেবে মনে করেছে।
উইন্ডিজদের বিপক্ষে বায়ো-বাবল সিকিউরিটিতে মানিয়ে নিয়েছে টাইগারা। সামনে ব্যস্তসূচি। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আছে অগ্রগতি। এপ্রিলের ফাকা স্লটের কথা শোনা গেলেও, জেগেছে নতুন সম্ভবনা। মে মাসে ওডিআই সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা লঙ্কানদের। ব্যাটে বলে মিলে গেলে তার আগেই টেস্ট খেলতে লঙ্কা যাবে মুমিনুল বাহিনী।
এ বিষয়ে আকরাম খান বলেন, তারা বাংলাদেশে মে মাসে ওয়ানডে খেলতে আসবে। আমরা মে তে যাচ্ছি না। হয়ত এর আগে বা পরে যেতে পারি তবে দুইটা ট্যুরই কনফার্ম আছে।
নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা সফরের পর জুনে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।