টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেএম গিয়াস উদ্দিন (ইঞ্জিনিয়ার) কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
কেএম গিয়াস উদ্দিন (ইঞ্জিনিয়ার) গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র পদে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করে পৌর নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গোপালপুর পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কার করা হলো। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সকল পরিচয় প্রদান থেকে বিরত থাকার বিষয়টি উল্লেখ করা হয় চিঠিতে।
এ বিষয়ে জোয়াহেরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেএম গিয়াস উদ্দিন (ইঞ্জিনিয়ার) কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ থেকে আওয়ামী লীগের সাথে তার কোন রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক নেই।
বহিষ্কারের বিষয়ে কেএম গিয়াস উদ্দিন (ইঞ্জিনিয়ার) মুঠোফোনে বলেন, আমি আগের থেকেই জানতাম আমাকে বহিষ্কার করা হবে। আর সেটা মেনে নিয়েই নির্বাচন করছি। চিঠি পাওয়া না পাওয়া কোন বিষয় না। যারা এটা করেছে তারা বহিষ্কার ধুয়ে ধুয়ে তামুক খাক। পাশ করলে তো আবার বুকে তুলে নিয়ে নাচবে।