নাটোরের লালপুরে দুই শিশুকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইমদাদুল হক এই রায় ঘোষণা করেন।
২০১৭ সালের ১লা ডিসেম্বর উপজেলার মাজদিয়া মাদ্রাসা পাড়া এলাকার এসকেন্দার আলীর ছেলে ইয়াকুব আলী(৩৬), বাড়ির পাশে ছয় বছরের দুই শিশুকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণকরে। পরে ওই দুই শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করে।
মামলায় ইয়াকুব আলী ওই দুই শিশুকে ধর্ষণের করেছে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করে।