পেশাদার ফুটবল লিগ-বিপিএলে একদিনের বিরতি

খেলাধুলা

একদিন বিরতির পর বৃহস্পতিবার থেকে আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ৩০ ম্যাচ শেষে শীর্ষে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে অস্কার ব্রুজনের ছেলেরা।

৫ জয়ে পনের পয়েন্ট নিয়ে টেবিল টপে কিংরা। সমান ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে সেকেন্ড পজিশনে শেখ রাসেল। চারম্যাচের চারটিতে জিতে তিনে শেখ জামাল। পাঁচ ম্যাচ খেলে তিন জয় আর দুই ড্র নিয়ে টেবিলের চারে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। সমান ম্যাচ খেলে দুই জয় দুই হারের সাথে এক ড্র নিয়ে পাঁচ  নম্বরে সাইফ স্পোর্টিং।

সাত পয়েন্ট নিয়ে ছয়ে চট্টগ্রাম আবাহনী, ছয় পয়ে নিয়ে সাথে পুলিশ এফসি। ঘুরে দাঁড়ানোর মিশনেও পিছিয়ে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পাঁচ ম্যাচে খেলে জয় পেয়েছে একটায়, টেবিলের আটে রয়েছে সাদা-কালোরা। নয়ে রহমতগঞ্জ, দশে মুক্তিযোদ্ধা, এগার নম্বরে বারিধারা, ১২ নম্বরে ব্রাদার্স ইউনিয়ন সবার নিচে আরামবাগ।