টাঙ্গাইল পৌরবাসীর কাছে “ভোটকেন্দ্র রক্ষা করতে পারি নাই, মাফ চাই ক্ষমা চাই, কেন্দ্র রক্ষা করতে পারি নাই” প্ল্যাকার্ড বহন করে নিরব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে, টাঙ্গাইল শহরের শহিদ মিনারের সামনে, পুরাতন বাসট্যান্ড, নতুন বাস টার্মিনাল, বটতলা ও প্রেসক্লাবের সামনে ভোট কারচুপির অভিযোগ এনে নিরব প্রতিবাদ জানায় তারা।
এসময় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মাহমুদুল হক শানু। বক্তব্যে তিনি বলেন, টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতি, কারচুপি, নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাই। টাঙ্গাইল পৌরসভা নির্বাচন ছিলো একটি স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। কিন্তু আওয়ামী লীগ প্রতিটি কেন্দ্রে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা এ নির্বাচন মানি না। টাঙ্গাইলবাসী পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ চায়। জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান টিটন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সদর থানা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাত কবির সুমনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শনিবার (৩০ জানুয়ারি) টাঙ্গাইল পৌরসভার নির্বাচন হয়। এতে ৫৬ হাজার ৯৬৭ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এস এম সিরাজুল হক মেয়র নির্বাচিত হন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক পেয়েছিলেন ১৯ হাজার ৬৬০ ভোট।