মেশিনে ধান চাষে লাভবান হচ্ছে কৃষক

সকল জেলা

দেশের সবকিছুই যখন ডিজিটালাইজেশন হচ্ছে তখন বসে নেই ফেনীর কৃষি বিভাগও। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে দেশের খাদ্য উৎপাদন বাড়াতে আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন পদ্ধতি।

খাদ্যশস্য সমৃদ্ধ জেলা ফেনী। কিন্তু এই এলাকায় ধান চাষে চাষিদের সবচেয়ে বিপাকে পড়তে হয় কৃষিশ্রমিক নিয়ে। সুখবর হলো, এবার এই সমস্যার অনেকটাই সমাধান হতে যাচ্ছে। ফেনীতে মেশিনের সাহায্যে ধান চাষ কর্যক্রম চালু করেছে কৃষি বিভাগ। বীজ বপন থেকে শুরু করে ধান বস্তাবন্দি পর্যন্ত মেশিনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।

ফেনীর সদর উপজেলার আলোকদিয়া এলাকায় গত ১৫ জানুয়ারি মেশিনের সাহায্যে ট্রে-তে বীজ বপন করা হয়। ১৫ দিন পর আনুষ্ঠানিকভাবে সেই ধানের চারা রোপণ যন্ত্রের মাধ্যমে জমিতে লাগানো হয়।

সনাতন পদ্ধতিতে ধান আবাদ করে বিঘা প্রতি কৃষকদের মাত্র ২ হাজার টাকা লাভ হয়। মেশিনের মাধ্যমে শুধু ধান রোপণেই খরচ কমবে দুই থেকে তিন হাজার টাকা। পাশাপাশি এক বিঘা জমিতে ধান রোপণ করতে সময় লাগবে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। যন্ত্রের মাধ্যমে ধানের বীজ বপন, রোপন, মাড়াই, ঝাড়াইসহ বস্তাবন্দি করা হলে কৃষকদের ধান উৎপাদন খরচ কমে কৃষকরা প্রতি বিঘায় ৭ হাজার টাকারও বেশি লাভবান হবেন বলে মত কৃষিবিদদের।

আধুনিক পদ্ধতি ব্যবহার করে কম সময়ে, কম খরচে ও এক প্রকার বিনা শ্রমিক দিয়েই বেশি ফলন পাওয়া সম্ভব। এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে বাড়ছে খাদ্য উৎপাদন বলে মনে করেন সংশ্লিষ্টরা।