রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে বৃহস্পতিবার মুখোমুখি হবে পাকিস্তান ও সাউথ আফ্রিকা।
৭ বছর পর এশিয়ার মাটিতে টেস্ট জেতার সুযোগ প্রোটিয়াদের। অন্যদিকে, ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানোর হাতছানি স্বাগতিকদের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ১১টায়।
এশিয়ায় সবশেষ ২০১৪ সালে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল সাউথ আফ্রিকা, প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এরপর গত ৭ বছরে খেলেছে ৮ টেস্ট, যার সবকটিতেই হার মেনেছে তারা। পাকিস্তান সফরে প্রথম টেস্টেও ধাক্কা খেয়েছে সাউথ আফ্রিকা। তাই টানা হারের বৃত্ত থেকে বের হওয়ার উপায় খুঁজছে ডি কক বাহিনী। শেষ টেস্টে জয়ের বিকল্প নেই তাদের।
এদিকে, প্রথম টেস্টে সাউথ আফ্রিকার আত্মসমর্পণের পর দ্বিতীয় টেস্টেও ফেভারিট পাকিস্তান। শেষ টেস্টে জয় কিংবা ড্র করলেই ১৭ বছরের আক্ষেপ ঘোচাতে পারবে দলটি। নিউজিল্যান্ড সফরের তিক্ত অভিজ্ঞতা ও সাবেকদের সমালোচনা এড়াতে সিরিজ জিততেই হবে বাবর আজমের দলকে।