কমছে শীতের প্রকোপ

বাংলাদেশ সকল জেলা

কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা ফলে শীতের প্রকোপ কমতে শুরু করছে।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। যা ধীরে ধীরে আরো বাড়তে পারে বলে জানিয়েছে কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র।

তাপমাত্রা বৃদ্ধি পেলেও বিকেল হতেই পরদিন সকাল ৮ পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে জনপদ। সঙ্গে হিমেল হাওয়া থাকায় রাতের ও দিনের তাপমাত্রার তারতম্য থেকেই যাচ্ছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে শীতজনিত রোগ ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে প্রায় তিনগুন বেশি। এদের মধ্যে শিশুরাই বেশি। এছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত রোগীও বাড়ছে।

এদিকে, চলমান শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কমতে শুরু করেছে ঠাকুরগাঁওয়ে। বুধবার (৩ ফেব্রুয়ারি) থেকে তাপমাত্রা  বাড়তে শুরু করেছে। আরো তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিনের তুলনায় আজ কুয়াশাও কম লক্ষ্য করা যাচ্ছে। তবে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। জেলায় ১৮ বেডের শিশু ওয়ার্ডের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১২৯ জন।