কানাডার টরন্টোতে বন্দুকধারীর গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় টরন্টোর রিজেন্ট পার্কের পার্কিং এলাকায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চার বাংলাদেশি গুরুতর আহত হন। আহতরা হলেন- পার্লামেন্ট স্ট্রিটের মারহাবা গ্রোসারির মালিক আব্দুল মুমিন, রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা আব্দুস ছাত্তার, সুলতান আহমদ এবং গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনাই মিয়া। এর মধ্যে আনাই মিয়ার অবস্থা গুরুতর।
এ ঘটনায় কানাডায় প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করেছেন। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।