ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে আগুনে পুড়ে গেছে শাহিলা নামে সাত বছরের এক শিশুর শরীর।
বুধবার (৩ ফেব্রুয়ারি), শিশু শাহিলাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে, আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক এবিএম মূসা চৌধুরী জানান, শিশুটির শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
জানা যায়, অগ্নিদগ্ধ শাহিলার পরিবার খাঁটিহাতা গ্রামের এমদাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রামে। শাহিলার মা চারতলায় নিজেদের কক্ষে মেয়েকে রেখে বাইরে বের হন। এর মধ্যে শাহিলা নিচে নেমে গ্যাসের চুলার সামনে এসে অগ্নিদগ্ধ হয়।
এদিকে বাড়ির মালিক জানান, শিশুটিকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ির নিচতলার একটি রান্নাঘরের সামনে শাহিলার চিৎকার শুনে তাৎক্ষণিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকৎসকদের পরামর্শে উন্নত চিকৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে।