ছিনতাইয়ে বাঁধা দেয়ায় স্কুল ছাত্র খুন; দুই কিশোর আটক

বাংলাদেশ

অটোভ্যান ছিনতাইয়ের জন্যই ময়মনসিংহের তারাকান্দায় ৬ষ্ট শ্রেনীর স্কুলছাত্র সিয়ামকে হত্যা করা হয়। পরে অটো ভ্যানটি ছিনিয়ে নিয়ে সিয়ামকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রাখা হয় ডোবায়।

হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানায়, ফুলপুরের ভাইটকান্দি হাইস্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্র সিয়াম (১৩) পড়াশোনার পাশাপাশি নিজের পড়ালেখার খরচ চালাতে ভাড়ায় অটোভ্যান চালাতো। গত শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে অটোভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরদিন শনিবার (৩০ জানুয়ারি) সকালে তারাকান্দার কাকনী ব্রীজের নিচে ডোবায় তার লাশ পাওয়া যায়।

জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে বুধবার (০৩ ফেব্রুয়ারি) খাইরুল ইসলাম (১৬) ও মিজানুর রহমান মেজু (১৭) নামে দুইজনকে গ্রেফতার করে। ফুলপুরের বড় শুনুই গ্রামের তাদের বাড়ি।

তাদের দেয়া তথ্যমতে ময়মনসিংহ নগরীর র‌্যালির মোড় থেকে ছিনতাইকৃত অটোভ্যান উদ্ধার করা হয়। এসময় চোরই অটোভ্যান ক্রেতা রতন কুমার সাহাকে গ্রেফতার করা হয়। সিয়ামকে হত্যার পর ময়মনসিংহ নগরীর র‌্যালির মোড় এলাকায় রতন কুমার সাহার কাছে ৫ হাজার ৯শ টাকায় বিক্রি করে হত্যাকারীরা।

নিহত সিয়ামের বাবা মগবুল হোসেন জানান, আমার ছেলেকে বিনা অপরাধে মেরে ফেলেছে। হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, অটোভ্যানটি ছিনতাইয়ের জন্যই সিয়ামকে হত্যা করা হয়েছে বলে গ্রেপ্তারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।