দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

সকল জেলা

দিনাজপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরোহী শিশুকন্যাসহ মা নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত হন অটোচালক। অটোচালকের নাম-পরিচয় জানা যায়নি। নিহত শিল্পী বেগম (৩৫) উপজেলা সদরের চাঁদগঞ্জ গ্রামের রেজাউলের স্ত্রী ও সুয়ামণি (৪) তার মেয়ে। 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আজ বিকেলে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলী এলাকায় একটি ট্রাকের ধাক্কায় অটোআরোহী শিল্পী বেগম ও শিশুকন্যা সুয়ামণি ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় গুরুতর আহত হন অটোরিকশা চালক। আহত অটোচালককে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।