দুই বছরের কারাদণ্ড হতে পারে সু চি’র

আন্তর্জাতিক

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি’র বিরুদ্ধে অবৈধভাবে আমদানি করা ওয়াকি-টকি রাখার অভিযোগ এনেছে মিয়ানমার পুলিশ। যার ফলে তার দুই বছরের কারাদণ্ড হতে পারে।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। অভ্যুত্থানের বিরুদ্ধে দেশটির নাগরিকরা যখন সোচ্চার হচ্ছে ঠিক সে সময়েই এমন তথ্য সামনে আসলো।

মিয়ানমারের রাজধানী নাইপিদোর একটি পুলিশ স্টেশন থেকে প্রাপ্ত একটি নথির তথ্য অনুযায়ী, একজন সামরিক অফিসার অং সান সু চি’র বাসায় তল্লাশি চালিয়ে কিছু হ্যান্ডহেল্ড রেডিও খুঁজে পেয়েছেন। যেগুলো তার দেহরক্ষীর অনুমতি ছাড়াই অবৈধভাবে আমদানি করা হয়েছিল।

এদিকে দেশটির একটি রাষ্ট্রীয় পত্রিকা জানিয়েছে, নভেম্বরের নির্বাচনে জালিয়াতির বিষয়ে নতুন সামরিক সরকার তদন্ত করবে। এই নির্বাচনে অং সান সু চি’র ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়।