প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

সকল জেলা

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে, উপজেলার দেউলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নানের বাড়ি দেউলী গ্রামে, তিনি পশ্চিম সুবিদখালী ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক ছিলেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আটক করা হয়েছ দুইজনকে। 

স্থানীয়রা জানায়, স্থানীয় মসজিদের সড়ক নির্মাণে বাঁধা দেয় কেতাবালী ও তার ছেলেরা। এ সময় মান্নান প্রতিবাদ করলে ছুরিকাঘাত করে শিপন। পরে মান্নানের চাচাতো ভাই আজাহার হাওলাদার, শাকির, সাইদুর ও হানিফ এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালায় কেতাবালীর ছেলেরা।  

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষনা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিপনের পিতা কেতাবালী ও বড় ভাই লিটনকে আটক করা হয়েছে।