বছরের প্রথমার্ধেই কোভ্যাক্স থেকে এক কোটি ২৭ লাখের বেশি ডোজ করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের প্ল্যাটফর্ম কোভ্যাক্স।
বুধবার বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন বণ্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। তালিকায় দেখা যায়, জুনের শেষ নাগাদ ১ কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। যা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন হতে পারে।
এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। এরমধ্যে অন্য কোনো ভ্যাকসিন পাওয়া গেলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ডোজের সংখ্যা পরিবর্তন হতে পারে।
ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় প্রথম দফায় ফাইজারের ভ্যাকসিন পাচ্ছে না বাংলাদেশ। চলতি বছরের প্রথমার্ধে অন্তত ৩৩ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণ করতে চায় কোভ্যাক্স।