বিপিএল: রহমতগঞ্জ-বাংলাদেশ পুলিশ ম্যাচ গোলশূণ্য ড্র

খেলাধুলা

প্রিমিয়ার লিগ ফুটবলে দিনের একমাত্র ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল রহমতগঞ্জ ও বাংলাদেশ পুলিশ। ম্যাচটি শেষ হয় গোলশূণ্য ড্রয়ে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলেরই জয়ের ক্ষুধা থাকায় ম্যাচ জমে ওঠে। আক্রমন-পাল্টা আক্রমনে খেলা এগুলেও গোল মিসের মহড়ায় কেটেছে পুরোটা সময়।

রহমতগঞ্জ এগিয়ে যেতে পারত ২৫ মিনিটেই। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ক্রিস রেমির শট ফেরান গোলরক্ষক। বাংলাদেশ পুলিশ সুযোগ পেয়েছিল চার মিনিট পর। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও হতাশ করেন বাল্লো ফামুসা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফরোয়ার্ড রেমির শট ক্রসবারে ফেরে। শেষ দিকে ফাকা ডি-বক্সে বল পেয়েও সানোয়ার হোসেন জালের ঠিকানা খুজে না পেলে গোলশুণ্য ড্রয়ে শেষ হয় ম্যাচ।

পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে পুলিশ। আর ছয় ম্যাচে নয়ে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ৫।