পপ তারকা রিহানা এবং জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে চলমান কৃষকদের বিক্ষোভ সম্পর্কে মন্তব্য করার পর ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার সরকারকে সমর্থন করেছেন।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
১০০ কোটির বেশি টুইটার ফলোয়ার থাকা রিহানা তার টুইটারে বলেছেন, কেন আমরা এ বিষয়ে কথা বলছিনা? এমনকি তিনি টুইটারে করা পোস্টে কৃষক আন্দোলনের সমাবেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনার একটি সংবাদও সংযুক্ত করে দেন।
এদিকে, ভারতীয় সরকারকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ও রেকর্ডের বরপুত্র শচীন টেন্ডুলকার হ্যাশট্যাগ ইন্ডিয়া টুগেদার এবং হ্যাশট্যাগ ইন্ডিয়া এগেইন্সট প্রোপাগান্ডা লিখে এক টুইট বার্তায় বলেন, ভারতের সার্বভৌমত্ব নিয়ে কোন আপস নয়। বাইরের মানুষ দর্শক হতে পারেন কিন্তু অংশগ্রহণকারী হতে পারেন না।
টেন্ডুলকারের এই হ্যাশট্যাগ ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা তাদের টুইটে ব্যবহার করেছেন।