ভ্যাকসিনে সতর্ক বার্তা

আন্তর্জাতিক

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দেয়নি সুইজারল্যান্ড। ৫৫ বছরের বেশি বয়সিদের এই ভ্যাকসিন নেয়ার বিষয়ে সতর্ক করেছে বেলজিয়ামের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা। 

এর আগে, ৬৫ বছরের বেশি বয়স্কদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ না করার ঘোষণা দেয় ফ্রান্স, জার্মানি এবং সুইডেন।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্যাকসিন প্রকল্পে সহায়তা করতে ১৭০ কোটি ডলার দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। দেশটিতে ভ্যাকসিনের প্রায় সাড়ে ৩ কোটি ডোজ দেয়া হয়েছে।  

যুক্তরাজ্যে একদিনে এক হাজার ৩শ ২২ জন এবং ব্রাজিলে ১ হাজার ১শ ৮০ জনের প্রাণহানি হয়েছে। জার্মানিতে একদিনে মারা গেছেন ৮শ ২৬ জন।

বিশ্বে করোনায় ২২ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর মোট শনাক্ত ১০ কোটি ছাড়িয়েছে।