মিয়ানমারের অভ্যুত্থান ব্যর্থ করে দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

আন্তর্জাতিক

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানকে ব্যর্থ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

দেশটির সামরিক নেতাদের উদ্দেশ্যে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘নির্বাচিত সরকারকে উৎখাত করে এভাবে ক্ষমতা দখল করা যায় না।’ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একযোগে বিবৃতি দেয়ার চেষ্টা করলেও চীন তাতে সায় দেবে না বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে, বিক্ষোভ দমনে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়। অভ্যুত্থানের পর সামরিক সরকারের হয়ে কাজ না করার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্যকর্মীরা।

অন্যদিকে, সাড়ে ৩শ’র বেশি আটক এমপিদের সরকারি কার্যালয় এবং বাসভবনগুলো ছেড়ে বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। যদিও শনিবারের আগে তারা এসব স্থান না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।