গাজীপুরে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে তানভীর হোসেন সিয়াম নামে এক স্কুলছাত্রকে অপহরণ করা হয়।
এই অপহরণ চক্রের এক নারীসহ ছয় সদস্যকে বুধবার (৩রা ফেব্রুয়ারি) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৪ঠা ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার নূর-এ-আলম জানান, এই অপহরণকারীদের নামে একাধিক মামলা রয়েছে এবং এরআগে বেশ কয়েকবার গ্রেপ্তারও করা হয় তাদের।
আসামিরা হলো- মিল্টন মাসুম, শাহিন আলম, মামুন হোসেন, ইউসুফ মিয়া, হাসান চৌধুরী ও মোসাম্মৎ খালেদা আক্তার। তারা গাজীপুর ও বিভিন্ন জেলায় শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় করতো।
গত ২৫শে জানুয়ারি ধান গবেষণার ইনস্টটিটিউটের দক্ষিণ পাশের এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করে জিএমপি। আসামিরা সিয়ামের বাবার কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিতে চাইলে তার ছেলেকে হত্যার হুমকিও দেয়া হয়।