আফগানিস্তানের উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর সাথে তালেবানের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সরকারি বাহিনীর ১৬ জন এবং ১০ জন তালেবান রয়েছে।
কুন্দুজ প্রদেশের খনাবাদ জেলায় এই সংঘর্ষে পাঁচ তালেবানসহ আরও ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুলিবিদ্ধ হওয়া সদস্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার সকালে সরকারি বাহিনীকে লক্ষ্য করে তালেবানরা এই হামলা চালায়। তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে নিজেদের ১০ যোদ্ধা নিহতের বিষয়ে এখনো তালেবানের পক্ষ থেকে কিছু জানা যায়নি।
গ্রামবাসীরা বলেছেন, শত শত তালেবান খানদাবাদ জেলার তেপা আক্তার অঞ্চলে সরকারি বাহিনীর ওপর হামলা চালায়। তিন ঘণ্টা ব্যাপী চলে এই সংঘর্ষ।