পঞ্চগড়ের বিভিন্ন গ্রামে জমছে সত্যপীরের আসর। লৌকিক বিশ্বাস ও মনোবাসনা পূরণে অনেকেই আয়োজন করছেন এই পালাগান। শীতের রাতে মুগ্ধ হয়ে দর্শকেরাও উপভোগ করছেন সুস্থ ধারার এই লোকাচার।
গ্রাম বাংলায় যুগ যুগ ধরে চলে আসা লৌকিক বিশ্বাসের নাম সত্যপীরের গান। রোগবালাই থেকে মুক্তিসহ অন্যান্য আশা পূরণের জন্য লোকাচারটি পালন করে আসছেন ভক্তরা। এই গানে পুরুষেরা সাজেন নারী। পরনে রঙিন শাড়ি, কপালে টিপ, খোঁপায় ফুল দিয়ে নেচে গেয়ে দর্শকদের আনন্দ দেন। তুলে ধরেন সত্যপীরের জীবনী।
বাঁশি, ঢোল, তবলা, হারমোনিয়ামসহ দেশি বাদ্যযন্ত্র নিয়ে বসেন দোহাররা। থাকে সত্যপীর, রাজা, রানি, কতোয়াল, দাসিসহ নানা চরিত্র। রাত যতই গভীর হয় বাদ্যযন্ত্রের তালে জমতে থাকে আসর। গভীর রাত পর্যন্ত গান উপভোগ করেন সব শ্রেণির মানুষ।
একটা সময় বর্ষাকাল বাদে বছরের অন্যসময় প্রায় প্রতি রাতেই গ্রামের কোন না কোন বাড়িতে বসত এই গানের আসর। করোনায় বন্ধ থাকলেও ফের পঞ্চগড়ের গ্রামগঞ্জে আবারও জমছে আসর।
আগের জৌলুস হারিয়েছে সত্যপীরের গান। আসরও হয় না খুব একটা। শিল্পটিকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা, মতামত শিল্পী-কলাকুশলীদের।