বঙ্গবন্ধুকে শস্যচিত্রে এমনভাবে ফুটিয়ে তোলা হবে যেন তা হয় এবার মুজিববর্ষের সর্বশ্রেষ্ঠ আয়োজন। এমন মন্তব্য করেছেন শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহবায়ক বাহাউদ্দিন নাছিম।
আজ শুক্রবার সকালে কৃষিবিদ ইন্সটিটিউশনে শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সাথে কৃষি রিপোর্টার্স ফোরামের মত বিনিময় সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আজকের উন্নত বাংলাদেশের প্রতীক হিসেবে বঙ্গবন্ধুকে শস্যচিত্রে উপস্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সর্ববৃহৎ শস্যচিত্র সৃষ্টির মাধ্যমে গোটা বিশ্বে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর নাম লেখা হতে যাচ্ছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে।’
জাতীয় পরিসদের আহবায়ক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম বলেন, ‘বগুড়ার শেরপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের একটি জায়গাকে এ কাজের জন্য বেছে নেয়া হয়েছে। এ কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বঙ্গবন্ধুর কর্ম ও আর্দশ তুলে ধরাই প্রধান উদ্দেশ্য।’