বিদেশি পাখিসহ তিন পাচারকারী আটক

সকল জেলা

যশোর মাগুরা সড়কের খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে ৩৬টি বিদেশি পাখি উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, মাগুরার সদর উপজেলার বগিয়া গ্রামের লুৎফর শেখের ছেলে শেখ রাসেল, বালিয়াডাঙ্গা গ্রামের মৃতৃ আব্দুল করিম তালুকদারের ছেলে রাজ্জাক হাসান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা গ্রামের মৃত ফজেল মাতুব্বরের ছেলে রুবেল হোসেন।

জানা গেছে, খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খান শুক্রবার ভোরে খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রীন ল্যান্ডের সাদা ফ্রন্টেড ৩৬ পাখি উদ্ধার করেন। এসময় শেখ রাসেল, রাজ্জাক ও রুবেল হোসেনকে আটক করা হয়েছে।

অবৈধ পথে ঢাকা হতে পাখিগুলো সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসলে পুলিশ আটক করে।