বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আর বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা সাড়ে ১০ কোটি ছাড়িয়েছে।
বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার সুস্থ হয়েছে ৭ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৮৮৬ মানুষ।
যুক্তরাষ্ট্রের ৩৩টি অঙ্গরাজ্যে ছয় শতাধিক করোনার নতুন ধরন শনাক্ত খবর জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে সাড়ে তিন হাজারেরও বেশি।আর মোট মৃত্যু ৪ লাখ ৬৬ হাজার ৯শ’ ৮৮জন। এছাড়া দেশটিতে মোট শনাক্ত ২ কোট ৭২ লাখ ৭৩ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত সাড়ে তিন কোটির বেশি মানুষের করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
এদিকে, ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে একদিনে ১ হাজার ৩শ’ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোতে একদিনে মারা গেছে ১৭শ’র বেশি মানুষ।
মহামারি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনা টিকা প্রয়োগের কর্মসূচি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিষয়ক জোট কোভ্যাক্সের আওতায় ৩৩ কোটির বেশি ভ্যাকসিন বছরের প্রথমার্ধে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যাবে।