গাজীপুরের সারাহ রিসোর্টে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যুর ঘটনায় মদ সরবরাহকারী মো. জাহিদ মৃধাকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৮ জানুয়ারি রাজধানী থেকে এশিয়াটিক মার্কেটিং কোম্পানীর ৪৩জন কর্মকর্তার একটি দল ঘুরতে আসে সারাহ রিসোর্টে। পরে ৩০ জানুয়ারি বিকালে বিষাক্ত মদ পান করায় ১৬জনকে অসুস্থ অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় শ্রীপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এরপর মামালাটি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা পুলিশ। প্রাথমিক তদন্তে সারাহ রিসোর্টের দর্শনার্থীদের প্রবেশের সময় তল্লাশীর ব্যর্থতার কারনে তারা মদ নিয়ে রিসোর্টে প্রবেশ করে। এঘটনায় রিসোর্টের কোন কর্মকর্তা জড়িত আছে কি-না তদন্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।