ট্রাম্প গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার যোগ্য নন: বাইডেন

আন্তর্জাতিক

‘ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। তাকে কোন ধরনের গোয়েন্দা প্রতিবেদন দেয়াও ঠিক হবে না।’

এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসেডেন্ট জো বাইডেন। সিবিএস নিউজে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট বলেও জানান বাইডেন। সিনেটর হলে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতেন কি না- এমন প্রশ্নে সিনেটরদের বিচক্ষণ হিসেবে আখ্যা দিয়ে বাইডেন বললেন, সিনেটরদের ওপর বরাবরই আস্থা রয়েছে তার।

যুক্তরাষ্টের সাবেক প্রেসিডেন্টদের দেশটির গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে জানার অধিকার রয়েছে। ট্রাম্প আবেদন করলে তাকে এই অধিকার দেয়া হবে কি না জানতে চাইলে ক্যাপিটল হিলের ঘটনায় ট্রাম্পের অসঙ্গতিপূর্ণ আচরণের কথা স্মরণ করিয়ে দেয়া হয়। আবার অমন ঘটনার আশঙ্কা প্রকাশ করেন বাইডেন।