মাদারীপুরের কালকিনিতে নির্বাচনি এক বৈঠকে আওয়ামী লীগ নেতার দেয়া এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে, কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম পাঙ্গাসিয়া গ্রামে বক্তব্য দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন। এসময় তিনি বলেন, ‘এখানে যারা উপস্থিত সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। যারা নৌকার বিরুদ্ধে করেন, তাদের কাছে অনুরোধ আগামী দুই-একদিনের মধ্যে পরিবর্তন হয়ে দেশের স্বার্থে নৌকা মার্কার নির্বাচন করেন। তাহলে সবাই ভালোভাবে থাকতে পারবেন। তা না হলে ঘরে ঘুমানোর কোন সুযোগ নেই। সবার কাছে অনুরোধ শেখ হাসিনার ঐতিহ্য রক্ষার্থে নৌকায় ভোট দিবেন।’
এ ঘটনায় নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে প্রকাশ্যে ভোটারদের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়দের অনেকে।
এ ব্যাপারে বেলাল হোসেন জানান, শুধুমাত্র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিতে বলেছি। যারা নৌকার বিরুদ্ধে করছে শুধু তাদের জন্যই এই বক্তব্য। এর বাইরে অন্য কিছু নয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, প্রকাশ্যে ভোটারদের হুমকি দেয়ার বিষয়টি তিনি অবগত নন। তবে, যিনি হুমকি দিয়েছেন খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা ও কালকিনি পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কালকিনিতে দেয়া বক্তব্যটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এ ব্যাপারে স্থানীয় এমপির সঙ্গে কথা হয়েছে। তাকে বিষয়টি জানানো হয়েছে।