প্রথমবারের মতো নারী মহাপরিচালক পাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা।
১৬৪ দেশ নিয়ে গঠিত সংস্থাটির শীর্ষ পদে চূড়ান্তভাবে প্রথম আফ্রিকান নারী হিসেবে নির্বাচিত হলেন নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী ড. এনগোজি ওকোনজো। বিশ্ব ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ পদে কাজ করার পর এই দায়িত্ব পালনে তার কোন সমস্যা হবে না বলেই ধারণা বিশ্লেষকদের।
এর আগে, আগস্টে সংস্থাটির মহাপরিচালকের আকস্মিক পদত্যাগের পর অক্টোবরে মহাপরিচালক নিয়োগের জন্য গঠিত কমিটি দুই জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেয়। বাকি সব দেশ ড. ওকোনজোকে সমর্থন করলেও ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়ার ইয়ো মিয়ং হিকে সমর্থন জানালে অচলাবস্থার সৃষ্টি হয়। অবশেষে নবনির্বাচিত বাইডেন প্রশাসন ড. ওকোনজোর প্রতি সমর্থন জানানোর পর দক্ষিণ কোরিয়ার ইয়ো মিয়ং হি প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় ড. ওকোনজো সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন।