বিজিএমইএ নির্বাচন: সম্মিলিত পরিষদের প্রচার-প্রচারণা

বাংলাদেশ

করোনায় চাহিদা কমে যাওয়ায় পোশাক শিল্প বিপর্যয়ের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন।

সকালে গাজীপুরে বিজেএমইএ’র নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত পরিষদের প্রচারণায় একথা বলেন তিনি। করোনার টিকা দেয়া শুরু এবং সরকার প্রণোদনা দেয়ায় আগামী জুন মাস থেকে এই শিল্প আবার ঘুরে দাঁড়াবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

নির্বাচনে সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী জাহান গ্রুপের এমডি ফারুক হাসান, ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরীসহ আরো অনেক উপস্থিত ছিলেন।