ভারতে টিকার জরুরি অনুমোদন চেয়ে আবেদন প্রত্যাহার ফাইজারের

আন্তর্জাতিক

ভারতে করোনার চিকিৎসায় টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে করা আবেদন প্রত্যাহার করেছে ফাইজার।

শুক্রবার ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে করা আবেদন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ফাইজার জানায়, ভারতের চাহিদা অনুযায়ী আরও কিছু তথ্য সংযুক্ত করে নতুন করে আবেদন করা হবে।

এর আগে, বুধবার ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় ফাইজারের। তবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কিছু বিষয়ে আরও তথ্য চায়। একারণে ফাইজার নিজেদের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

যুক্তরাজ্য ও বাহরাইনে অনুমোদন পাওয়ার পর গত ডিসেম্বরে ভারতে আবেদন করে তারা। গত মাসে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ড ও  ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার জরুরি অনুমোদন দেয় ভারত।