শেখ রাসেলকে ৪-২ গোলে হারালো শেখ জামাল

খেলাধুলা

বিপিএলে টানা জয়ে উড়ছে শেখ জামাল। এবার হারিয়েছে শেখ রাসেলকে।  ৪-২ গোলে জিতে পয়েন্ট টেবিলের ২য় স্থানে ধানমন্ডির জায়ান্টরা।

মুন্সীগঞ্জে জিতেছে সাইফ স্পোর্টিং। টানা ৫ ম্যাচে হারে পয়েন্ট টেবিলের তলানিতে  আরামবাগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে জামাল-রাসেলের লড়াই। ৩৮ মিনিট গোলশূণ্য। অবশেষে ডেডলক ভাঙ্গেন শেখ জামালের বিদেশি ফরোয়ার্ড সোলাইমান সালাহ। 

প্রথমার্ধ শেষ না হতেই জামালের লিড দ্বিগুন হয়। শেখ রাসেলের জাল কাপান আরেক গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে জোড়া পূর্ণ করেন ওমর। জয়টা নিশ্চিত হয় শেখ জামালেরও। তবে বাকি সময়ে শেখ রাসেলের নাটকীয়তা বাড়ানোর চেষ্টা। যা থেমেছে ৪-২ গোলের ব্যবধানে হেরে। 

মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-২ গোলে হেরেছে আরামবাগ। সাইফের হয়ে জোড়া গোল করেছেন কেনাথ। লিগে টানা হারে তলানিতে আরামবাগ ক্রীড়া সংঘ। আর এ জয়ে সাইফ উঠেছে পঞ্চম স্থানে।