সু চির অর্থনৈতিক উপদেষ্টা শন টারনেল আটক

আন্তর্জাতিক

এবার মিয়ানমারে স্টেট কাউন্সেলর সু চির অর্থনৈতিক উপদেষ্টা শন টারনেলকে আটক করেছে সামরিক জান্তা।

শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো বার্তায় নিজের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত সু চির উপদেষ্টা।

সিডনির ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক শন টারনেল। ২০১৭ সালের ডিসেম্বর থেকে সু চির অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি।

তখন থেকেই রাজধানী নেইপিদোতে বাস করে আসছেন অস্ট্রেলীয় এই উপদেষ্টা।  মিয়ানমারে আটক অস্ট্রেলীয়দের বিষয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

যদিও শন টারনেলের আটকের বিষয়ে কিছু জানায়নি মন্ত্রণালয়। ১লা ফেব্রুয়ারি ভোরে অং সান সুচিসহ শীর্ষস্থানীয় নেতাদের আটকের পর ক্ষমতা দখল করে সামরিক জান্তা। দেশটিতে ঘোষণা করা হয়েছে এক বছরের জরুরি অবস্থা।

এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগে গত সপ্তাহে এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তবে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে দেশটির নির্বাচন কমিশন।