মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী নিখোঁজের ঘটনায় থানা ঘেরাও করে প্রতিবাদ করেছে তার সমর্থকেরা। বিক্ষোভে নৌকা সমর্থকদের হামলায় অন্তত অর্ধশত আহত হয়েছেন।
বিকেলে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কালকিনি থানা পুলিশের বিরুদ্ধে।
সবুজের স্বজনেরা জানায়, কালকিনির পালপাড়ায় প্রচারণা চালাচ্ছিলেন সবুজ। এ সময় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে গাড়িতে তুলে নিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ তিনি। প্রতিবাদে থানা ঘেরাও করে প্রতিবাদ করেন তার সর্মথকেরা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা।
এদিকে, বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত। ভাংচুর করা হয়েছ বেশকিছু দোকানপাট।