২০২২’র ডিসেম্বরে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

বাংলাদেশ সকল জেলা

আগামী বছরের ডিসেম্বরে চট্টগ্রামের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে থেকে দোহাজারী ও পটিয়া রুটে কমিউটার ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ২০১১ সালে রেলওয়েকে আলাদা মন্ত্রনালয়ে রুপান্তর করে রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে সরকার। তাই রেল এখন ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, রেলের দখল হয়ে যাওয়া সম্পদ উদ্ধার করা হচ্ছে। রেলের আর কোন জায়গা দখল করতে দেয়া হবে না।