২০১৫ সালের পরমানু চুক্তিতে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন কে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
ইরানের একটি জাতিয় দৈনিক প্রতিকায় প্রকাশিত সাক্ষাতকারে তিনি এ আহ্বান জানান।
রবিবার প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নতুন বছর শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে না নিলে পরমানু শক্তির বিষয়ে আরো কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।
গত বছরের ডিসেম্বরে ইরানের সংসদে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার জন্য দুই মাসের সময় দেয়া হয়েছিল যা ২১শে ফেব্রুয়ারিতে শেষ হবে বলে জানান তিনি।
এর আগে, তেহরানের সাথে সাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেড়িয়ে এসে দেশটির উপর নিষেধাজ্ঞা জারি করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন প্রশাসন আবারও ওই পরমাণু চুক্তিতে ফেরার কথা ভাবছেন বলে জানা গেছে।