ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৭৮ রানে থামলো ইংল্যান্ড।
জো রুটের ( ২১৮) ইতিহাস গড়ার ম্যাচে বেন স্টোকস (৮২) ও সিবলির (৮৭) অর্ধশতকে ভর করে বিশাল এই সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা। তৃতীয় দিনের শুরুতেই শেষ হয় ইংলিশদের প্রথম ইনিংস।
ম্যাচটি ছিল জো রুটের শততম ম্যাচ। ২০১২ সালের ডিসেম্বরে ভারতের নাগপুরে সাদা পোশাকে অভিষেক হয়েছিল ইংলিশ ক্রিকেটার জো রুটের। নিজের অভিষেক টেস্টের পর এবার শততম টেস্টটিও ভারতের মাটিতেই খেলছেন এই ইংলিশ তারকা। বিশেষ ম্যাচ রাঙিয়েছেন ডাবল সেঞ্চুরি দিয়ে।
সবশেষ তিন ম্যাচে ইংলিশ অধিনায়কের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি এটি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে করেন ২২৮ রান। এরপরের ম্যাচে করেন ১৮৬ রান।
ভারতের হয়ে যশপ্রীত বুমরা, ও রবিচন্দ্রন অশ্বিন প্রত্যেকে তিনটি উইকেট নিয়েছেন। ইশান্ত শর্মা ও শাহবাজ নাদিম নেন দুটি উইকেট।