অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জ্যুয়েলি ম্যাখিযে একথা জানান।
দেশটিতে শনাক্ত করোনার নতুন ধরণটির বিরুদ্ধে লড়াইয়ে অক্সোফোর্ডের ভ্যাকসিন কার্যকর প্রমাণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনার নতুন ধরণগুলোর বিরুদ্ধে কার্যকর প্রমাণ হওয়ায় জনসন এন্ড জনসন ও ফাইজারের টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।আগামী সপ্তাহে টিকা প্রয়োগ শুরু করতে অ্যাস্ট্রাজেনেকার দশ লাখ ভ্যাকসিন সংগ্রহ করেছিলো দেশটি।
অক্সফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের মধ্যেই নতুন ধরণটি প্রতিরোধে সক্ষম ভ্যাকসিন নিয়ে আসবে তারা। বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ আফ্রিকায় নতুন করে আক্রান্তদের ৯০ শতাংশের জন্যই এই ধরণটি দায়ী।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন হলে করোনা ভাইরাসের ধরণ পরিবর্তনের সঙ্গে পরিবর্তন আনতে হবে ভ্যাকসিন তৈরীর কৌশলেও।