টিকা নিলেন সুবর্ণা মুস্তাফা

সংস্কৃতি ও বিনোদন

করোনাভাইরাসের টিকা নিলেন বরেণ্য অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা। সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে টিকা নিয়েছেন এই অভিনেত্রী।

সুবর্ণা মুস্তাফা টিকাগ্রহণের একটি ছবি পোস্ট করেছেন ফেসবুক পেইজে। লিখেছেন: ‘আমার টিকা নেওয়া সম্পন্ন হয়েছে। মানুষের যত্ম নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ।

জানা যায়, জাতীয় সংসদ ভবনে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন সুবর্ণা মুস্তাফা। তারই ধারাবাহিকতায় আজ তিনি টিকা নিয়েছেন। ধারণা করা হচ্ছে, দেশে শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে তিনিই প্রথম করোনার টিকা গ্রহণ করলেন।

অভিনয়ে খুব একটা নিয়মিত নন সুবর্ণা মুস্তাফা। বেছে বেছে কাজ করছেন তিনি। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি তিনি।