বিশ্বে করোনায় একদিনে প্রাণ হারিয়েছে ৭,৭৭৮ জন

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় একদিনে প্রাণ হারিয়েছে সাত হাজার সাতশ ৭৮ জন। একদিনে মোট আক্রান্ত তিন লাখ ৪৫ হাজারের বেশি।

গ্রীষ্মের পরও যুক্তরাষ্ট্রে হার্ড ইমিউনিটি তৈরীর ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনা ভাইরাসের কিছু ধরণ  ভ্যাকসিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরী করতে থাকায় ভ্যাকসিন প্রয়োগের কৌশলে পরিবর্তন আনা দরকার বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা। 

ব্রিটেনে শনাক্ত করোনার নতুন ধরণে  ফ্রান্সে আক্রান্তের হার প্রতি সপ্তাহে ৫০ শতাংশ করে বাড়ছে। এর ফলে দেশটিতে করোনার আরো একটি ঢেউ আসতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।