ইউরোপিয়ান ফুটবলে জয় পেয়েছে জায়ান্টরা। ইপিএলে লিভারপুলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি।
এদিকে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চেলসি। আর লা-লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ৩-২ গোলের কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা।
লিভারপুল ম্যানসিটি ফাইট, অ্যানফিল্ডে ইয়োর্গেন ক্লপ ভার্সেস পেপ গার্দিওলা, মগজের লড়াইয়ে দুই কোচের ফরমেশন মিলে গেছে ৪-৩-৩ এ।
কিক অফ হুইসেলে বল দখলের লড়াই, প্রথম পয়তাল্লিশে গোল না পাবার আফসোস দুই দলের। দ্বিতীয়ার্ধে এসে হোস্টদের পেয়ে বসলো সিটিজেনরা। ৪৯ মিনিটে গুনদোয়ান হ্যামারে সিটি এগিয়ে গেলেও ৬৩ মিনিটে মোহামেদ সালাহ পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ম্যাচে।
৭৩ মিনিটে নিজের জোড়া পুরণ করলেন গুনদোয়ান ব্যবধান তখন ২-১, ৩ মিনিট পর লিভারপুলকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলেন রাহিম স্টার্লিং, আর ৮৩ মিনিটে ফিলিপ ফোডেনের শেষ পেড়েকে ৪-১ এ ম্যাচ জিতেই ঘরে ফিরে যায় ম্যানসিটি, প্রায় দেড় যুগ পর ঘরের মাঠে ম্যানসিটির কাছে হারের কষ্টে পুড়ে ছাড়খার লিভারপুল।
শেফিল্ড ইউনাইটেডের ঘরে চেলসি, প্রতিপক্ষের ওপড় একস্ট্রা প্রেসিং থেকে ৪৩ মিনিটেই গোল পায় গেস্টরা, শেফিল্ডের জাল কাপান মেসন মাউন্ট। তবে ৫৪ মিনিটে রুডিগোর আত্মঘাতি গোলে লিড হারায় ব্লুরা।
৫৮ মিনিটের পেনাল্টি থেকে জয় সূচক স্কোর এনে দেয় টম্স টুখেলের দলকে, স্পট কিকে জাল কাপান জর্জিনিয়ো।
লা-লিগার বেতিস-বার্সা ম্যাচের প্রথমার্ধে সাইড বেঞ্চে মেসি, তবে দুর্বল রিয়াল বেতিসের দেয়া টাফ টাইম ভালোই টের পাচ্ছিলেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান, ৩৮ মিনিটে বোরহা ইগলেসিয়াসের গোলে এগিয়ে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে মাঠে নামেন বার্সার ওয়ান্ডার বয় লিওনেল মেসি, ৫৯ মিনিটে তার কল্যানেই ম্যাচে ফেরে গেস্টরা।
৬৮ মিনিটে ভিক্টোর রুইজের আত্মঘাতি ২-১ এ এগিয়ে যায় কাতালানরা। তবে ৭৫ মিনিটে বার্সার জালে বল জড়িয়ে রিয়াল বেতিসকে ২-২ এ ম্যাচে ফিরিয়ে দায় মুক্ত হন রুইজ।
রিয়াল বেতিসের ফেরানো সমতা শেষ পর্যন্ত টেকেনি, ৮৭ মিনিটে ত্রিনকাওয়ের গোলে ৩-২ এর জয় নিশ্চিত হয় বার্সেলোনার, ২১ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুয়ে উঠে এলো বার্সেলোনা।