শিশু দিবাযত্ন কেন্দ্র আইন ২০২১ খসড়ার চূড়ান্ত অনুমোদন

আইন ও কানুন

করোনা টিকার নিবন্ধন করতে কোনো জটিলতায় পড়লে নাগরিকদের জাতীয় পরিচয় পত্র নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশ দেন তিনি। এসময় শিশুর প্রতি অবহেলা ও নিষ্ঠুর আচরণের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রীপরিষদ সচিব। নতুন আইনে প্রতি ৩ মাসে অন্তত একবার অভিভাবকদের সাথে মতোবিনিময় করার নির্দেশনাও রয়েছে আইনে।

মন্ত্রীপরিষদ সচিব জানান, ডে-কেয়ার সেন্টার পরিচালনার জন্য নীতিমালা করবে মন্ত্রণালয়। নিশ্চিত করা হবে সরকারিভাবে তা নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা। পড়ে সচিব জানান, সবার জন্য করোনা টিকা নিশ্চিত করার নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিবন্ধন জটিলতা সৃষ্টি হলেও যেন টিকাদান বাধাগ্রস্ত না হয় সে বিষয়েও প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান সচিব।