নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার আদালতে শুনানিতে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আদালতে যেতে হল। এরআগে করোনা মহামারির কারণে নেতানিয়াহুর শুনানি পিছিয়ে দেয়া হয়।
গত বছর ৭১ বছরের নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর যখন আদালতে শুনানি চলছিল তখন আদালতের বাইরে কয়েকশ’ মানুষ বিক্ষোভ করে নেতানেয়াহুর পদত্যাগের দাবি জানায়।
যদিও নেতানিয়াহু আদালতে যাওয়াকে কেন্দ্র করে অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পুরো জেরুজালেমজুড়েই ছিল কড়া নিরাপত্তা।