গাজীপুরে অবৈধ ইটভাটা বন্ধ, কৃষিতে স্বপ্ন কৃষকদের

সকল জেলা

পরিবেশ অধিদপ্তরের অভিযানে দেড় শতাধিক ইটভাটা উচ্ছেদ করায় গাজীপুরের প্রকৃতি ফিরেছে নতুন রূপে।

কিছুদিন আগেও গাজীপুর সিটি কর্পোরেশনের আকাশ জুড়ে কালো ধোঁয়া দেখা গেলেও বর্তমানের চিত্র সম্পূর্ণ বিভিন্ন। ইটভাটা বন্ধ তাই কৃষিতে স্বপ্ন দেখছেন গাজীপুরের কৃষকরা। আদালতের আদেশের পর পরিবেশ অধিদপ্তরের অভিযানের ফলে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭৪টি ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। এতে দীর্ঘ দিনের ফেলে রাখা জমিতে ফসল বুনছেন কৃষকরা। পরিবেশ দূষণকারী ইটভাটা বন্ধ থাকায় গাজীপুরের প্রকৃতি ফিরে পেয়েছে নতুন রূপ। স্থানীয়রাও যেন বুক ভরে নিতে পারছেন নিঃশ্বাস। কিছুদিনের মধ্যেই পতিত জমি ফসলে ভরে উঠেছে।

জিসিসি এলাকার বাইমাইল, ইছর ও কড্ডা এলাকায় ইট ভাটার জমিতে দোল খাচ্ছে সবুজ ফসল। স্থানীয়রা ধান, আলু, সরিষা, মাছ চাষসহ বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পাড় করছেন। এরই ফলশ্রুতিতে ঘুরতে শুরু করেছে সংসারের অর্থনৈতিক চাকা।

তবে, প্রতিনিয়ত একটি চক্র ফসলি জমির মাটি কেটে নিচ্ছে। যার কারণে ফসল ফলাতে বাঁধা গ্রস্থ হচ্ছেন এসব কৃষকরা।

ইটভাটার কারণে কোনো ফসলই হতো না এসব জমিতে। তাই কৃষকদের স্বপ্নের বাস্তবায়ন করতে এবং ইটভাটা বন্ধ করে আগের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল সালাম।