যুদ্ধাপরাধের মামলায় সাবেক এমপির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলাদেশ সকল জেলা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহ-৭ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি এম এ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে সাক্ষ্য দেন মহান মুক্তিযুদ্ধ চলাকালে নির্যাতনের শিকার হওয়া বর্তমান ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আদালতে সংস্কৃতি প্রতিমন্ত্রী একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহে সংঘটিত অত্যাচার-নির্যাতনের ঘটনার বর্ণনা দেন। একই সঙ্গে, আদালতে জাতীয় পার্টির সাবেক এমপি এম এ হান্নানের মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড বর্ণনা করেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সুলতান মাহমুদ সীমন।

ময়মনসিংহের ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের একটি মামলা করেন। সে মামলায় মুক্তিযুদ্ধকালীল ময়মনসিংহে শান্তি কমিটির সাধারণ সম্পাদক এম এ হান্নান ৮ জনকে আসামি করা হয়।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন হত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ ও মরদেহ গুমের অভিযোগ আনা হয়। এই মামলার আট আসামির মধ্যে এম এ হান্নান, ডা. রফিক সাজ্জাদ, ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ, মিজানুর রহমান মিন্টু ও হরমুজ আলী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আরেক আসামি আবদুস সাত্তার আত্মসমর্পণ করেন।