শুরু থেকেই করোনার টিকা নিয়ে নানা সমালোচনা করলেও শেষ পর্যন্ত টিকা নিচ্ছেন বিএনপির নেতারা।
বিএনপির অনেক নেতা টিকা নেয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন। এ অবস্থায় সবারই টিকা নেয়া উচিত বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি নিজেও টিকা নেবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) টিকা নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এ বিএনপি নেতা।
এর আগে, গতকাল সোমবার টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে টিকা নেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নেয়ার পর সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মাহবুব উদ্দিন খোকন।
অক্সফোর্ডের টিকার এশিয়া অঞ্চলের উৎপাদক ও পরিবেশক ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা করোনাভাইরাসের টিকার বিষয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি নেতারা। টিকা নিয়ে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী।